ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশিত: ০৯:৪০, ১৫ নভেম্বর ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাহমুদুল হাসান নামে অস্ত্রধারী এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। সে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের ডান হাত খ্যাত নয়াপাড়া মুচনী রোহিঙ্গা ক্যাম্প এইচ ব্লকের মৃত বাকের আহমদের পুত্র। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার রাতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার রাতে পুলিশ জানতে পারে টেকনাফ হ্নীলা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ী এলাকায় শীর্ষ রোহিঙ্গা ডাকাত জাকির তার সদস্যদের নিয়ে আস্তানায় অবস্থান করছে। তথ্য অনুযায়ী পুলিশের একটি দল অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহত এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারায় ২৫ কোটি টাকা ব্যয়ে হচ্ছে কালিগঞ্জ সেতু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আনোয়ারা উপজেলার জনসাধারণ দুই যুগ ধরে চলাচল করে আসছে জোড়াতালি দেয়া আনোয়ারা-পটিয়া সংযোগ সড়কের ঝুঁকিপূর্ণ কালিগঞ্জ সেতু দিয়ে। গুরুত্বপূর্ণ এই সেতুতে আর জোড়াতালি থাকছে না। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই সেতু। সেতুটি নির্মিত হলে যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হবে আনোয়ারা ও পটিয়া উপজেলার হাজার হাজার মানুষের। দোহাজারী সড়ক বিভাগ গত সেপ্টেম্বর মাসে এ সেতুর নির্মাণ কাজ শুরু করে। কাজ উদ্বোধন করেন আনোয়ারার সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। জানা যায়, পিসি গার্ডারবিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য হবে ৯০ মিটার এবং প্রস্থ হবে ৪ লাইনের স্ট্যান্ডার্ড বিশিষ্ট ১০ দশমিক ২৫ মিটার।
×