ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে পাঁচদিনেও সচল হয়নি বিদ্যুত লাইন ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ নভেম্বর ২০১৯

বরিশালে পাঁচদিনেও সচল হয়নি বিদ্যুত লাইন ॥ ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘূর্ণিঝড় বুলবুলের তা-বের পাঁচদিন অতিবাহিত হলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার অধিকাংশ উপজেলার গ্রামাঞ্চলে বৈদ্যুতিক লাইন সচল করতে পারেনি পল্লী বিদ্যুত। ফলে কয়েক লাখ বিদ্যুত গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রাহকরা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তারা সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আগে রাজনৈতিক নেতাদের বাসা বাড়ির বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে দিনরাত কাজ করছেন। পাশাপাশি পূর্বের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য বাহির থেকে অতিরিক্ত মজুরি ভিত্তিক শ্রমিকদের নিয়ে কাজ করা হলেও এবার আর তা না করে চরম উদাসিনতার মাধ্যমে নিজস্ব জনবল দিয়েই কাজ করছেন বিদ্যুত অফিসের দায়িত্বপ্রাপ্তরা। ফলে গত পাঁচদিনেও গ্রামাঞ্চলের বৈদ্যুতিক লাইন সচল করতে পারেনি পল্লী বিদ্যুত। অপরদিকে ঝড়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হওয়ার পর কতিপয় ব্যক্তি দ্রুত বিদ্যুত লাইনের সংযোগ এনে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে গ্রামাঞ্চলের গ্রাহকদের কাছ থেকে টাকা উত্তোলন করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণ গ্রাহকরা অভিযোগ করেন, বর্তমান ডিজিটাল যুগে টানা পাঁচদিন বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। মোবাইল ফোনে চার্জ দিতে না পারায় স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাই তারা উপজেলার বিভিন্ন হাট ও বাজারে প্রতি ঘণ্টা বিশ টাকা মূল্যে জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দিতে বাধ্য হচ্ছেন। তবে বিদ্যুত সংযোগ না থাকায় অধিকাংশ এলাকার বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রয়েছে। পাশাপাশি বিদ্যুত চালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চরম ধস নেমেছে। বিদ্যুতের ওপর নির্ভরশীল ব্যাটারিচালিত অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যানগুলো অধিকমূল্যে জেনারেটরের মাধ্যমে চার্জ দেয়ার প্রভাব পরেছে যাত্রীদের ওপর। পূর্বের চেয়ে তিন থেকে চারগুণ বেশি ভাড়া দিয়ে যাত্রীদের গন্তব্যে যেতে হচ্ছে। সাধারণ গ্রাহকরা জরুরী ভিত্তিতে বাহির থেকে অতিরিক্ত মজুরি ভিত্তিক শ্রমিক নিয়োগের মাধ্যমে বুলবুলের তা-বে ক্ষতিগ্রস্ত এলাকার বৈদ্যুতিক সংযোগ সচল করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
×