ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলন্ত গাড়িতে চালকের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৮, ১৫ নভেম্বর ২০১৯

চলন্ত গাড়িতে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ সড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী গাড়ি চালকের মৃত্যু ঘটেছে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগমুহূর্তে স্টিয়ারিং হাতে ছিল তার। তবে ভাগ্যক্রমে ত্রিশ যাত্রীকে নিরাপদে রাখতে সক্ষম হয়েছেন তিনি। সাইড করে স্টেশনে থামিয়ে দেন গাড়িটি। বৃহস্পতিবার সকালে উখিয়ার কোটবাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে জহির আহমদ ওরফে জহির ড্রাইভার স্বাভাবিকভাবে গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন কক্সবাজার থেকে। ত্রিশ যাত্রী নিয়ে ওই গাড়ির নির্ধারিত গন্তব্য স্থান ছিল টেকনাফে। যাওয়ার পথে প্রায় ২৫ কিমি গাড়ি চালিয়ে সকাল ৯টা নাগাদ যখন কোটবাজারে পৌঁছান-তখনই তার হার্ট এ্যাটাক হয়। ব্রেকে পা রেখে আস্তে আস্তে গাড়ি থামান তিনি। মৃত চালক জহির আহমদ ওরফে জহির ড্রাইভার উখিয়ার পালংখালীর বাসিন্দা। ওই গাড়ির যাত্রীরা জানান, চলন্ত গাড়িতে হঠাৎ এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সেটা কেউ কল্পনাও করতে পারেননি। কোটবাজারে যাত্রীদের নিরাপদে রেখে গাড়িটি থামিয়ে স্টিয়ারিং ধরে বসে থাকতে থাকতেই এক পর্যায়ে হেলে পড়েন তিনি। পাশের যাত্রীরা সেটা খেয়াল করলে এমন পরিস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে যান। চালকের অবস্থা দেখে এবং হঠাৎ তার মৃত্যু হয়েছে এ ধারণায় গাড়ির যাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাৎক্ষণিক তাকে কোটবাজার স্টেশন লাগোয়া অরিজিন হাসপাতালে নেয়া হয়।
×