ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যাচ্ছেন শনিবার

দুবাইতে এনআইডি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩:৩১, ১৪ নভেম্বর ২০১৯

  দুবাইতে এনআইডি  কার্যক্রম উদ্বোধন  করবেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রবাসী নাগরিকরা যে দেশে অবস্থান করবেন সেখানেই তাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যেই আগামী ১৮ নবেম্বর দুবাইতে এনআইডি সরবরাহ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বাংলানিউজের। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাও এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানায় ইসি। ইসি কর্মকর্তারা জানান, সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব মোঃ আলমগীর, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুল ইসলামসহ মিড লেবেলের কর্মকর্তারাও থাকবেন। জানা গেছে, একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামী শনিবার (১৬ নবেম্বর) দুবাই যাবেন প্রধানমন্ত্রী। ফিরবেন ২০ নবেম্বর। এর আগে গত ৫ নবেম্বর অনলাইনে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করে নির্বাচন কমিশন। এদিকে দুবাইতে প্রবাসী বাংলাদেশীদের ভোটার কার্যক্রম উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি কামনা করে এরই মধ্যে একটি চিঠি দিয়েছে কমিশন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে এখনও কোন জবাব আসেনি। ইসির এনআইডি উইংয়ের কমিউনিউকেশন শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী ওই সময় একটি সফরে দুবাইতে অবস্থান করবেন। তাই সেখানাকার কার্যক্রমটি উদ্বোধনের জন্য আমরা তার সানুগ্রহ অনুমতি কামনা করে চিঠি দিয়েছি। তিনি মৌখিক সম্মতি দিয়েছেন। তবে আনুষ্ঠানিক জবাব আমরা এখনও পাইনি।
×