ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বুড়ো’দের এ্যাওয়ার্ড জিতলেন মডরিচ

প্রকাশিত: ১০:৩২, ১৪ নভেম্বর ২০১৯

 ‘বুড়ো’দের এ্যাওয়ার্ড জিতলেন মডরিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ সালটা ক্যারিয়ারের সেরা লুকা মডরিচের। রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ওই বছর বিশ্বকাপের সেরা ফুটবলার, ফিফা বর্ষসেরা থেকে শুরু করে সব ব্যক্তিগত গৌরবময় এ্যাওয়ার্ড জিতে নেন। কিন্তু চলমান বছরটা একেবারেই যাচ্ছেতাই যাচ্ছে তার। কোন পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেই জায়গা হয়নি মডরিচের। তবে বুড়োদের পুরস্কার খ্যাত ‘গোল্ডেন ফুট’ এ্যাওয়ার্ড জিতেছেন তিনি। ২০১৯ সালের জন্য মডরিচ পুরস্কারটি পেয়েছেন। এ্যাওয়ার্ডটি নিতে বর্তমানে মোনাকো আছেন ক্রোয়েট তারকা। ২৯ বছরের বেশি বয়সী সফল ফুটবলারদের এই এ্যাওয়ার্ড দেয়া হয়। এর কম বয়সীরা পুরস্কারটির জন্য বিবেচিত হন না। বর্তমানে মডরিচের বয়স ৩৪ বছর। এ্যাওয়ার্ড জয়ের পর মডরিচ বলেন, এই ধরনের একটি পুরস্কার গ্রহণ করা সত্যিই সম্মানের। প্রতিদিনই নিজের সেরাটা দেবার চেষ্টা করি। বছরের শেষ পর্যন্ত আরও সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আশা করছি ম্যাচগুলোতে পুরো দলই ভাল খেলবে। স্পেনের খেলোয়াড় হিসেবে মাত্র দু’জন এ পর্যন্ত এই পুরস্কার জয় করেছেন। ২০১৪ সালে আন্দ্রেস ইনিয়েস্তার তিন বছর পর ইকার ক্যাসিয়াস এই কৃতিত্ব দেখিয়েছেন। ২০১৮ সালে সর্বশেষ এই পুরস্কার জয় করেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইনের উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি। ১৭তম খেলোয়াড় হিসেবে গোল্ডেন ফুট এ্যাওয়ার্ড জিতেছেন মডরিচ। ২০০৩ সালে প্রবর্তন হওয়া এই এ্যাওয়ার্ড প্রথম জেতেন সাবেক ইতালিয়ান তারকা রবার্তো ব্যাজিও। ২০১২ সাল থেকে রিয়াল মাদ্রিদে খেলে চলেছেন মডরিচ। সময়ের পরিক্রমায় দলটির মধ্যমাঠের প্রাণভোমরায় পরিণত হন। গ্যালাক্টিকোদের ঐতিহাসিক হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লীগ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। কিন্তু চলতি বছর আচমকাই ফর্ম পড়ে গেছে তার।
×