ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুটবলকে বিদায় বললেন ভিয়া

প্রকাশিত: ১০:৩১, ১৪ নভেম্বর ২০১৯

 ফুটবলকে বিদায় বললেন ভিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ডেভিড ভিয়া। স্বপ্নের বিশ্বকাপ ছাড়াও জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরোপ সেরার মুকুট। ক্লাব ফুটবলেও ঈর্ষণীয় সাফল্য তার। প্রায় সব শিরোপাই নিজের শোকেসে তুলেছেন তিনি। অবশেষে পেশাদার ফুটবলে ইতি টানতে যাচ্ছেন স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আগামী মাসেই জাপানের জে লীগে ভিসেল কোবের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ঘোষণা দিয়েছেন ডেভিড ভিয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডেভিড ভিয়া বলেন, ‘দীর্ঘদিন এ নিয়ে চিন্তা করেছি আমি। এই সময়ে আমার পরিবার ও আশপাশের মানুষের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। নিজের ইচ্ছায় অবসর নিতে চেয়েছি সবসময়। পরিস্থিতি আমাকে অবসর নিতে বাধ্য করুক সেটা চাইনি।’ স্প্যানিশ এই তারকা চলতি বছরেই যোগ দেন ভিসেল কোবেতে। তার ক্লাব কোবেও শেষ ম্যাচের তারিখ নিশ্চিত করেছে। আগামী ৭ ডিসেম্বর জুবিলো লাওয়াতার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন ৩৭ বছর বয়সী ডেভিড ভিয়া। ভিয়ার অবসরের কথা জানতে পেরে জে ওয়ান লীগের দল কোবেও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুভ কামনা জানিয়েছে প্রিয় তারকাকে। তারা লিখেছে, ‘একটি অসাধারণ ক্যারিয়ার উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ভিয়া।’ দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার ডেভিড ভিয়ার। শুরুটা হয়েছিল স্পোর্টিং গিজনের জার্সিতে। এরপর রিয়াল জারাগোজা ঘুরে ২০০৫ সালে ভ্যালেন্সিয়ায় নাম লেখান তিনি। সেখানেই ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা অতিক্রম করেন আগামী মাসেই ৩৮ বছরে পা রাখতে যাওয়া এই তারকা খেলোয়াড়। ২০১০ সালে নতুন করে ঠিকানা গড়েন স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায়। ২০১৩ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির জার্সিতে মাঠ মাতান ভিয়া। এই সময়ে জেতেন দুটি স্প্যানিশ লা লিগার শিরোপা। ২০১০-১১ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়েরও স্বাদ পান ডেভিড ভিয়া। এরপর ন্যুক্যাম্প ছেড়ে যোগ দেন এ্যাটলেটিকো মাদ্রিদে। তবে এখানে খুব বেশিদিন টিকেননি তিনি। এক মৌসুম মাদ্রিদে কাটিয়ে লীগ শিরোপা জিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ভিয়া। চার মৌসুম কাটান নিউইয়র্ক সিটির হয়ে। এর মাঝে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির হয়ে ধারেও খেলেন তিনি। সবশেষে গত বছরের ডিসেম্বরে কোবের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হন ভিয়া। স্পেনের হয়ে ৯৮ ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি ফুটবলার। ৫৯ গোল নিয়ে দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০০৮ সালে স্পেনকে ইউরো জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিয়া। সেই টুর্নামেন্টে চার গোল করে গোল্ডেন বুট জয়েরও স্বাদ পান তিনি। ২০১০ সালে আসে সেই কাক্সিক্ষত মুহূর্ত। স্বপ্নের বিশ্বকাপে চুমো আঁকেন ভিয়া। সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার পথে পাঁচ গোল এসেছিল ডেভিড ভিয়ার পা থেকে। প্রকৃতপক্ষে একজন ফুটবলার হিসেবে যা জেতার স্বপ্ন থাকে তার সবই জিতেছেন ভিয়া। স্পেনের স্বর্ণালি প্রজন্মের অন্যতম সদস্য খেলেছেন ফার্নান্দো টোরেস, ইকার ক্যাসিয়াস, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, জাবি আলোনসো, কার্লেস পুয়োল, সার্জিও রামোস কিংবা জেরার্ড পিকেদের সঙ্গে। জাতীয় দলের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ, ইউরো। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার হয়ে লীগ জিতেছেন তিনবার। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, কোপা ডেল’রে, সুপারকোপাও জিতেছেন তিনি। ক্যারিয়ার নিয়ে তাই কোন আক্ষেপ নেই এই তারকার। এ প্রসঙ্গে স্প্যানিশ কিংবদন্তির ভাষ্য, ‘আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক খুশি। আমার আর কিছুই চাওয়ার নেই। আমি অনেক গর্বিত। জীবনের শুরু থেকে আমি এই খেলাটাকে ভালবেসে গেছি। তবে এখন আমার ভবিষ্যত কুইন্সেই।’ নিউইয়র্কের কুইন্সবরো এফসি’র যে নতুন বিনিয়োগকারী হতে চলেছেন ভিয়া। নিউইয়র্কে চার বছর থেকেছেন তিনি। একটা ফুটবল ক্লাব গড়ে তোলার জন্য এটাকেই সেরা জায়গা হিসেবে মনে করছেন ডেভিড ভিয়া।
×