ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্টে ভারত আরও সিরিয়াস

প্রকাশিত: ১০:২৯, ১৪ নভেম্বর ২০১৯

 টেস্টে ভারত আরও সিরিয়াস

শাকিল আহমেদ মিরাজ ॥ অধিনায়ক বিরাট কোহলিসহ একাধিক তারকা ক্রিকেটারকে ছাড়াই ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি২০ খেলেছে ভারত। রোহিত শর্মার দল ২-১এ সিরিজ জিতলেও ঘাম ছুটে গিয়েছিল স্বাগতিকদের। আগামী বছর টি২০ বিশ্বকাপ সামনে রেখে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু ইন্দোরে আজ থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজ নিয়ে ‘নাম্বার ওয়ান’ ভারত অনেক বেশি সিরয়াস। সুপার কোহলিসহ নিয়মিত সদস্যদের প্রায় সবাই দলে ফিরেছেন। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে ‘হোয়াইটওয়াশ’ করে ‘নাম্বার ওয়ানের’ মতোই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছে মোড়ল দেশটি। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত যেখানে শীর্ষে সেখানে নয় নম্বরে বাংলাদেশ। নিশ্চিত ফেবারিট কোহলি এ্যান্ড কোং। তবে অধিনায়ক সতর্ক। কোহলি বিশেষ সতর্ক মুস্তাফিজুর রহমানকে নিয়ে। বাঁহাতি পেসার দৃশ্যপট বদলে দিতে পারেন বলেই মনে করেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সুপার কোহলি বলেন, ‘মোস্তাফিজ খুবই ভাল বোলার। টেস্ট সিরিজে আমরা তার বিপক্ষে খেলার অপেক্ষায় আছি। আমার মনে হয় যে কোন বাঁহাতি পেসারই একটু অন্যরকম। হ্যাঁ আমাদের দলে যেহেতু বাঁহাতি পেসার নেই, খুব বেশি তাই খেলা হয়নি, ওর ওপর বাড়তি মনোযোগ রাখতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ভালভাবে উতরে যেতে হবে। বাঁহাতি পেসারদের খেলা একটু কঠিন। কারণ তাদের আমরা নিয়মিত খেলি না। কাজেই বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সে (মোস্তাফিজ) আমাদের জন্য হুমকি।’ ভারত অধিনায়ক এও জানিয়ে রাখেন যে মোস্তাফিজ তাদের ভাল করে জানেন, ‘ও একজন অভিজ্ঞ বোলার। ভারতীয় ব্যাটসম্যানদের ভাল চেনে সে। আমাদের সঙ্গে আইপিএল ও আরও অনেক ম্যাচ খেলেছে। আমরাও ওর বিপক্ষে অনেক খেলেছি। একজন ভাল বোলারের বিপক্ষে মনোযোগ ধরে রেখে ভাল করাটাই হচ্ছে আসল ব্যাপার।’ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা মোস্তাফিজ ঘরের মাটিতে ত্রিদেশীয় টি২০ সিরিজ এবং ভারত সফরে টেস্টের আগে টি২০তে ছিলেন ভীষণ ম্লান। তিন ম্যাচে উইকেটেরই দেখা পাননি। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়টা পার করছেন মোস্তাফিজ। মুখে তার হাসি নেই, দেখলেই মনে হয় রাজ্যের চিন্তা ঘিরে ধরেছে তাকে। বিবর্ণ পারফর্মেন্স নিয়ে চারিদিকে তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটির চেয়ে বেশি ভাবাচ্ছে কেন ছন্দ খুঁজে পাচ্ছেন না। কঠিন এই সময়ে কোহলির মতো সুপারস্টার যেভাবে প্রশংসায় ভাসালেন সেটি ভাল লাগার কথা তার। ২০১৫ থেকে ১৩ টেস্টের ক্যারিয়ারে শিকার সংখ্যা ২৮। ম্যাচেসেরা ৬৬ রান দিয়ে ৫ উইকেট। ভারত এখন ঘরের মাটিতেও স্পোর্টিং উইকেট বানাচ্ছে। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর জানিয়েছেন এখানে শুরুতে পেসাররা সুবিধা পাবেন। মোস্তাফিজ কি নিজেকে ফিরে পাবেন? সেটিই দেখার অপেক্ষা। ঘরের মাটিতে খেলা। র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ভারত সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে। তবে বাংলাদেশকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না তারা। স্টাইলিশ ব্যাটসম্যান ও টেস্টের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে সেটিই জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ খুবই ভাল দল। তারা দলবদ্ধ হয়ে খেলে। তবে প্রতিপক্ষের চিন্তা বাদ দিয়ে আমরা নিজেদের সামর্থ্য নিয়েই ভাবছি। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের ভাবনা জুড়ে রয়েছে ইন্দোর টেস্ট। জানি আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুবই ভাল খেলেছি। তবে সেসব পেছনে ফেলে এখন আমরা বর্তমানে আছি। কোন সুযোগকেই আমরা হাল্কাভাবে নিতে রাজি নই।’ কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ম্যাচটা হবে ডে-নাইট। প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় টেস্ট ম্যাচ খেলতে নামবে দু’দল। সেটি নিয়ে রোমাঞ্চিত রাহানে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায়। ঘরের মাটিতে টানা ১১টি টেস্ট সিরি জয়ের রেকর্ড সঙ্গী করে মাঠে নামছে ভারত। তাদের সামনে সুযোগ সেটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। ব্যাটিংয়ে- নেতৃত্বে বিরাট কোহলি নিজেও উড়ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই ৫১ টেস্টে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৩১টিতে। অধিনায়ক হিসেবে জয়ের রেকর্ডে তার সামনে কেবল অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি সেনাপতি স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। ন্যূনতম ৫০ টেস্টে নেতৃত্ব দেয়ার সময়ে স্টিভের জয় ছিল ৩৭, পান্টিংয়ের ৩৫ টেস্টে। অধিনায়ক হিসেবে কোহলি ঘরের মাটিতে ২৪ টেস্টের ১৭টিতেই ভারতকে জিতিয়েছেন, আর বিদেশে ২৭ টেস্টে ১৩টিতে।
×