ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বল টেম্পারিং-চার ম্যাচ নিষিদ্ধ পুরান

প্রকাশিত: ১০:২৯, ১৪ নভেম্বর ২০১৯

বল টেম্পারিং-চার ম্যাচ নিষিদ্ধ পুরান

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের লক্ষ্মৌয়ে আফগানিস্তানকে তিন ম্যাচের ওয়ানডেতে সিরিজে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা নিকোলাস পুরান তৃতীয় ও শেষ ম্যাচে নখ দিয়ে বলের আকৃতি পরিবর্তন তথা বল টেম্পারিংয়ের দায়ে আগামী তিনটি আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছেন। একই ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে সমান ম্যাচের টি২০ সিরিজ। ছোট্ট ফরমেটে দলের অন্যতমসেরা ব্যাটসম্যানকে পাচ্ছে না ক্যারিবীয়রা। ভিডিওতে দেখা গেছে, হাতের নখ দিয়ে বলের ওপরের দিকে আঁচড় কাটছেন পুরান। আইসিসির নিয়ম অনুযায়ী কাজটা অবৈধ ও শাস্তিযোগ্য। সে জন্য পাঁচটি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি চার ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে পুরানকে। ২৪ বছর বয়সী পুরান অবশ্য ঘটনার পর ম্যাচ রেফারির কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। সে জন্য আনুষ্ঠানিক কোন শুনানিরও প্রয়োজন হয়নি।
×