ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

প্রকাশিত: ১০:২৩, ১৪ নভেম্বর ২০১৯

 তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পণ্যের মান ও পরিমাপ ঠিক না থাকায় তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব মামলা ও জারিমানা করা হয়। এ বিষয়ে বিএসটিআই’র উপ-পরিচালক (মেট্রোলজি) মোঃ রেজাউল করিম সরকার বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় এ অভিযান চালিয়ে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্যান্টনমেন্ট এলাকার মানিকদী বাজারের মেসার্স কাটাবন এ্যান্ড কোং ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় এবং দই পণ্যের মোড়কে পণ্যের পরিচিতি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স টাঙ্গাইল মিষ্টি ঘর ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় ২০ হাজার টাকা এবং মেসার্স সালাউদ্দিন স্টোর ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানিকৃত পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া যাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্ব সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার ও পরিদর্শক ইনজামামুল হক অংশগ্রহণ করেন।
×