ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুদক কার্যালয়ে এজাহার দাখিল ও তদন্তের ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট

প্রকাশিত: ১০:০৫, ১৪ নভেম্বর ২০১৯

 দুদক কার্যালয়ে এজাহার দাখিল ও তদন্তের ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট

স্টাফ রিপোর্টার ॥ যেকোন দুর্নীতির বিষয়ে এফআইআর করার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজ কার্যালয়ে এজাহার দাখিল ও ওই এজাহারের ভিত্তিতে তদন্ত করার ক্ষমতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুই আইনজীবী এ্যাডভোকেট সুবীর নন্দী দাস ও ব্যারিস্টার নওশীন নাওয়ালের পক্ষে সুপ্রীমকোর্টের অপর দুই আইনজীবী এ্যাডভোকেট আব্দুল কাইউম খান ও মমতাজ পারভীন এই রিট আবেদন করেন। রিট আবেদনে দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ (সংশোধনী ২০১৯) এর ১ (২) (ঘ) (ছ), ৪, ৯ (ক), ১০ নম্বর বিধি ও ফরম-২খ কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির প্রার্থনা করা হয়েছে। রিট আবেদনে আইন, স্বরাষ্ট্র ও সংসদ সচিবালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, পুলিশের আইজি ও দুদক সচিবকে বিবাদী করা হয়েছে।
×