ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজা-ইসরাইল পাল্টাপাল্টি হামলা, ৮ ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ০৯:১১, ১৪ নভেম্বর ২০১৯

 গাজা-ইসরাইল  পাল্টাপাল্টি হামলা, ৮  ফিলিস্তিনী নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলায় ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার সারাদিন ধরে ফিলিস্তিনীদের রকেট হামলার জবাবে গাজায় বিমান হামলা চালিয়ে আট ফিলিস্তিনীকে হত্যা করে ইসরাইল। রয়টার্স। গাজার যোদ্ধারা বুধবার সকালেও ইসরাইলে রকেট হামলা চালিয়েছে। ইসরাইলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে সাইরেনের সতর্ক সঙ্কেত বেজে ওঠার সঙ্গে সঙ্গে ইসরাইলীরা আশ্রয় কেন্দ্রে গিয়ে জড়ো হয়। তবে রকেট হামলায় হতাহতের কোন খবর হয়নি বলে জানিয়েছে রয়টার্স। ইরান সমর্থিত ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তা মঙ্গলবার ভোরে ইসরাইলী বাহিনীগুলো ও শিন বেত সিকিউরিটি সার্ভিসের যৌথ আভিযানে নিহত হন। ইসরাইলী হামলায় আত্তার স্ত্রীও নিহত হন। ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ২০টির মতো রকেট প্রতিরোধ করে। গাজা থেকে ছুটে আসা রকেটে প্রায় ২৫ জন ইসরাইলী জখম হন। কিছু রকেট ইসরাইলের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তেল আবিব শহরে গিয়েও পড়ে। জবাবে ইসরাইলও গাজায় ইসলামিক জিহাদের অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আট ফিলিস্তিনী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। পরিস্থিতি আরও খারাপ হতে পারে শঙ্কায় রকেট হামলার আওতায় থাকা এলাকাগুলোর স্কুল বন্ধ রেখেছে ইসরাইলী কর্তৃপক্ষ। প্রয়োজনীয় নয় এমন সব ধরনের কাজও বাতিল করেছে তারা। সারাদিন ধরে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও সন্ধ্যা পর্যন্ত ইসরাইল গাজার শাসক দল হামাসের কোন লক্ষ্যে হামলা করেনি। চলতি লড়াই থেকে হামাসকে দূরে রাখতেই ইসরাইল এ কৌশল নিয়েছে বলে জানিয়েছে ইসরাইলী সংবাদপত্র হারেৎজ।
×