ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৮ উদ্যোক্তা ও প্রতিষ্ঠান সিআইপি কার্ড পাচ্ছে

প্রকাশিত: ০৯:০৫, ১৪ নভেম্বর ২০১৯

৪৮ উদ্যোক্তা ও প্রতিষ্ঠান সিআইপি কার্ড পাচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭ সালে শিল্পখাতসহ সামগ্রিক উন্নয়নে বেসরকারী খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪৮ উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা দেবে শিল্প মন্ত্রণালয়। আগামী ২০ নবেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের ৬ জন এবং ৮টি ক্যাটাগরিতে ৪২ জনকে সিআইপি সম্মাননা দেয়া হবে। বুধবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিল্প সচিব মোঃ আবদুল হালিম। তিনি বলেন, এবার ৮টি খাতের মধ্যে বৃহৎ শিল্প উৎপাদন খাতে ১৫ জন, বৃহৎ শিল্প সেবা খাতে ৫ জন, মাঝারি শিল্প উৎপাদন খাতে ৯ জন, সেবা খাতে ৩ জন, ক্ষুদ্র শিল্প উৎপাদন খাতে ৫ জন, সেবায় ১ জন, মাইক্রো শিল্পে ২ জন এবং কুটির শিল্পে ২ জনকে সম্মাননা দেয়া হবে।
×