ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধ্যক্ষকে পানিতে নিক্ষেপের সঙ্গে জড়িতদের ছাড় নেই ॥ বাদশা

প্রকাশিত: ১২:০৮, ১৩ নভেম্বর ২০১৯

অধ্যক্ষকে পানিতে নিক্ষেপের সঙ্গে জড়িতদের ছাড় নেই ॥ বাদশা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে লাঞ্ছিত করে পানিতে ফেলে দেয়ার সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য তিনি ‘যুদ্ধ’ করবেন। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদকে সহানুভূতি জানাতে তার কার্যালয়ে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সংসদ সদস্য বলেন, মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। স্বজনপ্রীতি করা হয়েছে। রাজশাহীতে তাদের খাতির করা হলেও ঢাকায় হবে না। বিষয়টি নিয়ে তিনি সংসদীয় স্থায়ী কমিটিতে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন জানিয়ে বাদশা বলেন, এই পলিটেকনিকে ছাত্রমৈত্রী নেতা সানিকে খুন করা হয়েছে। তার রক্তের দাগ না মুছতেই মাত্রা অতিক্রম করে অধ্যক্ষকে লাঞ্ছিত করা হলো। এদের দমন করা এখন অপরিহার্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এ সময় অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, পাওয়ার বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান, ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান শহিদুল ইসলাম, ইলেক্ট্রোমেডিক্যাল বিভাগের প্রধান মোঃ ইউনুস, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পরিষদের সভাপতি এসএম হুমায়ুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (এ্যাকাডেমিক) আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×