ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ১২:০৭, ১৩ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কাস্টম অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ লাখ টাকা। মঙ্গলবার এ প্রতারককে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। সিএমপির ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, গ্রেফতার আসামির নাম আবুল কালাম (৩৫)। তার বাড়ি নেত্রকোনা জেলার ভদ্রপাড়া এলাকায়। ফাঁদ পেতে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় এনে তাকে ধরা হয়। সে কাস্টমস কর্মকর্তা পরিচয়দানকারী সংঘবদ্ধ এক প্রতারক চক্রের সদস্য। পুলিশ জানায়, হযরত আলী নামের গাজীপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে চক্রটি ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল কাস্টমসের নিলামের পণ্য কিনে দেয়ার আশ^াসে। তারা হযরত আলীকে চট্টগ্রামে নিয়ে আসে। গত ৪ নবেম্বর এ ব্যবসায়ীকে বন্দর এলাকার ৫ নম্বর গেটের আশপাশে ঘুরিয়ে একটি হোটেলে রাখে। এরপর নিলামে পণ্য কিনে দেয়ার কথা বলে ১১ লাখ টাকা গ্রহণ করে। বিশ^াসযোগ্য প্রমাণ করতে তার কাছ থেকে পণ্য ক্রয় সংক্রান্ত কিছু কাগজে স্বাক্ষরও নেয়। এই ১১ লাখ টাকার মধ্যে ৭ লাখ টাকা একটি ব্যাংকে জমা রাখা হয়। অবশেষে আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার ও টাকা উদ্ধার করে তাকে আদালতে উপস্থিত করা হয়।
×