ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে বাস উল্টে তিন যাত্রী নিহত

প্রকাশিত: ১২:০৫, ১৩ নভেম্বর ২০১৯

শরীয়তপুরে বাস উল্টে তিন যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১২ নবেম্বর ॥ মঙ্গলবার সকালে শরীয়তপুর-ডামুড্যা সড়কের খেজুরতলা নামক স্থানে ডামুড্যা থেকে শরীয়তপুরের দিকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে ৩ যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলোÑ একই উপজেলার সিড্যা গ্রামের কামরুজ্জামান (৪০), কুলকড়ি গ্রামের জুলহাস (২৮) ও বড়নওগাঁ গ্রামের ইয়াকুব পাইক (৬৫)। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। অদক্ষ হেলপার দিয়ে বাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাতক্ষীরায় সাইকেল আরোহী স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী সরদার (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরে নিউ মার্কেটের পাশে তেলপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনছার আলী সরদার সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের রজব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনছার আলী নিউ মার্কেট এলাকার দিকে বাইসাইকেলে যোগে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে তৈলবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার উপর ছটকে পড়েন। রাস্তার উপর পড়ে থাকা আনছার আলীর মাথার উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এ সময় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ফরিদপুরে পথচারী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলায় চান্দ্রা ইউনিযনের তারাইল বাসস্ট্যান্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ পথচারীর নাম দেলোয়ার তালুকদার (৬০)। এলাকাবাসী জানায়, পথচারী দেলোয়ার রাস্তায় পাশে দাঁড়িয়েছিলেন। শিবচরগামী একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালীতে যুবদল নেতা নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, নোয়াখালীতে বাসের ধাক্কায় মোঃ ইয়াছিন (৩৭), নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। সে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও একই ইউপির নুর ইসলাম মাস্টারের ছেলে। মঙ্গলবার দুপুরের দিকে বেগমগঞ্জের গাবুয়া এলকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সে একটি মামলায় হাজিরা দিতে মাইজদী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
×