ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২:০৪, ১৩ নভেম্বর ২০১৯

ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী, টিন, টাকা, শিশু ও গো-খাদ্যসহ বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ শুরু করছে প্রশাসন। মঙ্গলবার জেলা মামুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৫ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে ৮শ’ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। তাছাড়া দুর্য়োগ মোকাবেলায় ১০ লাখ, শিশু খাদ্যের জন্য এক লাখ এবং গোখাদ্যের জন্য প্রাথমিকভাবে বিতরণ করা হয়েছে। ১৯৩০ কার্টন শুকনো খাবার ও ২শ’ টন চাল দেয়া হয়েছে। উপকূল দিবস ঘোষণার দাবি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ১২ নবেম্বর ॥ ১২ নবেম্বর উপকূল দিবস ঘোষণা এবং উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন করা হয়েছে। কলাপাড়ার গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও রাজনীতিকরা এ মানববন্ধনে অংশ নেয়। মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
×