ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২:০৪, ১৩ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার দুপুরে স্ত্রীকে হত্যার দায়ে জাফর আলীকে মৃত্যুদ- দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাফর আলী উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। উল্লেখ্য, ২০০৪ সালে উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে জাফর আলীর সঙ্গে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে হাসি খাতুনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে হাসিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত জাফর আলী। উল্লেখ্য, ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে হাসিকে শ্বাসরোধ করে হত্যা করে সে। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকারিয়া হোসেন বাদী হয়ে জাফর আলীসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। যবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতি হেলাল, সম্পাদক কামরুল স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক পদে সেকশন অফিসার এ টি এম কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করা হয়।
×