ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

প্রকাশিত: ১২:০২, ১৩ নভেম্বর ২০১৯

নওগাঁয় ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ নবেম্বর ॥ রাণীনগর থানার এসআই (উপ-পরিদর্শক) আখতারুজ্জামান (৪৮) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের উত্তরে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আখতারুজ্জামান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে রাণীনগর থানায় কর্মরত রয়েছেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, মঙ্গলবার দুপুরে থানার এসআই আখতারুজ্জামান পোশাক পরা অবস্থায় স্টেশন এলাকায় ডিউটি শেষে রেললাইনের ওপর দিয়ে মোবাইল ফোন কানে ধরে হাঁটছিলেন। এ সময় খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় আখতারুজ্জামানকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। আশ্রয়ণ প্রকল্পের ১২ ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম ॥ বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১২ ঘর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের গঙ্গা ব্যারাকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা হলেন রফিক, হোসেন আলী, মোশারফ হোসেন, নুরুন্নাহার, ইউছুপ, বাদশা মিয়া, আবদুল সামাদ, বাহারুল আলম, জসিম উদ্দিন, বাচা মিয়া, আব্দুল হক ও মোহাম্মদ পিয়ারু।
×