ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিভাবকদের সঙ্গে বিডিইউ ভিসির মতবিনিময়

প্রকাশিত: ১২:০২, ১৩ নভেম্বর ২০১৯

অভিভাবকদের সঙ্গে বিডিইউ ভিসির মতবিনিময়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের (বিডিইউ) শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনজ আহমেদ নূর। শনিবার বিকেল ৪টার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরের কালিয়াকৈরে একাডেমিক ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আশরাফ উদ্দিনসহ শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের প্রদত্ত সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। সভায় শিক্ষার্থীদের অভিভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়তে ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হোস্টেল, সার্বিক নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, উন্নত মানের লাইব্রেরি প্রতিষ্ঠার বিষয়ে উপাচার্যের কাছে অহ্বান জানান।-বিজ্ঞপ্তি শেরপুরে মাটির দেয়াল চাপায় শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ নবেম্বর ॥ নালিতাবাড়ীতে পুরনো মাটির দেয়াল ভাঙতে গিয়ে দেয়াল চাপায় আজিজুর রহমান (৭৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের গড়কান্দা মহল্লায় ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের শ্রমিক আজিজুর রহমান (৭৫) শহরের গড়কান্দা মহল্লার সাইজদ্দিনের বাসায় পুরনো মাটির দেয়াল ভাঙতে শ্রমিক হিসেবে কাজ নেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে দেয়াল ভাঙার সময় অসাবধানতাবশত দেয়ালের একটি অংশ আজিজুরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে আজিজুর মারা যান।
×