ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সম্র্রাট ও আরমানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১১:৩০, ১৩ নভেম্বর ২০১৯

সম্র্রাট ও আরমানের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার ইসমাইল চৌধুরী স¤্রাট ও তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকার এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স¤্রাটের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। এছাড়া দুই কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সহ-সভাপতি আরমানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে।
×