ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবি ভিসির অপসারণ দাবিতে দিনব্যাপী কর্মসূচী ও সংহতি সমাবেশ

প্রকাশিত: ১১:২৭, ১৩ নভেম্বর ২০১৯

জাবি ভিসির অপসারণ দাবিতে দিনব্যাপী কর্মসূচী ও সংহতি সমাবেশ

জাবি সংবাদদাতা ॥ বৈরী আবহাওয়ার কারণে দুই দিন আন্দোলন স্থগিত থাকার পর মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ব্যাঙ্গাত্মক পটচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পটচিত্রে উপাচার্যের ‘দুর্নীতি’ ও আন্দোলনকারীদের ওপর ‘হামলা’র বিষয়টি তুলে ধরা হয়। বিকেল চারটায় তারা একটি সংহতি সমাবেশ আয়োজন করেন। গত ৫ নবেম্বর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
×