ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মারামারিতে পণ্ড যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

প্রকাশিত: ১১:২৭, ১৩ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে মারামারিতে পণ্ড যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর লালদীঘি মাঠে দুই গ্রুপের মারামারিতে প- হয়েছে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বক্তৃতা না দিয়েই সভাস্থল ত্যাগ করেছেন প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালদীঘি মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সভাকে সামনে রেখে প্রচারও ছিল বেশ ভালই। বিকেলে সভা শুরু হলে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জড়ো হতে থাকে। এর অনেকগুলোই ছিল নেতার নামে মিছিল। চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং অপর যুবলীগ নেতা কাউন্সিলর মোবারক আলীর অনুসারীরাও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে। প্রবেশ পথেই তাদের মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। এর রেশ ধরেই শুরু হয় পাল্টাপাল্টি চেয়ার ছোড়াছুড়ি। উভয় পক্ষের মধ্যে ইট পাটকেলও বিনিময় হয়। উভয় পক্ষের মারামারিতে আহত হন কাউন্সিলর মোবারক আলীসহ প্রায় ১০ জন। অবস্থা এমন পর্যায়ে গড়ায় যে, সভা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। ফলে শেষ পর্যন্ত প-ই হয়ে যায়। আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। কিন্তু এ অবস্থায় তিনি বক্তৃতা না করেই সভাস্থল ত্যাগ করেন।
×