ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুকুরকে গুলি করায় ডাক্তার জেলে

প্রকাশিত: ১১:২৪, ১৩ নভেম্বর ২০১৯

কুকুরকে গুলি করায় ডাক্তার জেলে

রাস্তায় দাঁড়িয়ে অনর্গল চিৎকার করছিল একটি পথকুকুর। বিরক্ত হয়ে এয়ারগান দিয়ে সেটাকে গুলি করে এক ডাক্তার। এলাকার এক লোক অসহায় প্রাণীটির কান্না শুনে দ্রুত ব্যবস্থা নেন। আহত কুকুরটিকে ভর্তি করা হয় পশু হাসপাতালে। অভিযোগ পেয়ে ওই ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এমন কা- ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরুতে। কুকুরটির চিকিৎসা চলছে জিভা পেট হাসপাতালে। ডাক্তাররা প্রাণীটির এক্স-রে করার পর জানিয়েছেন, কুকুরটির শরীরে তিনটি ধাতব গুলি পাওয়া গেছে। পশুপ্রেমী এক প্রবীণ ব্যক্তি যখন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কুকুরটিকে হাসপাতালে নিয়ে যান, তখন তিনি দেখেন প্রাণীটির শরীর দিয়ে রক্ত ঝরছে। কুকুরটিকে দেখতে হাসপাতালে যান জয়ানগরের বিধায়ক- তথা পশুপ্রেমী সৌমিয়া রেড্ডি। যে ডাক্তার কুকুরটিকে গুলি করেছে, তার বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। এরপরই জয়ানগর পুলিশ অভিযুক্ত ডাক্তারকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। -ওয়েবসাইট
×