ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা পঙ্গু হয়ে যাচ্ছেন ॥ ফখরুল

প্রকাশিত: ১০:০৪, ১৩ নভেম্বর ২০১৯

খালেদা পঙ্গু হয়ে যাচ্ছেন ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সুচিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, খালেদা জিয়া এখন এতটাই অসুস্থ যে তিনি নিজে হাতে ধরে কিছু খেতে পারেন না। তাঁকে খাইয়ে দিতে হয়। তিনি হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। এমনকি বিছানা থেকেও দু’জন ধরে তাঁকে তুলতে হয়। অথচ সরকারের মদদপুষ্ট হাসপাতালের পরিচালক বলেন, খালেদা জিয়া নাকি আগের চাইতেও সুস্থ। তাঁর স্বাস্থ্য সম্পর্কে এই যে মিথ্যাচার করা হয়েছে এর জন্য ওই পরিচালকের বিচার হওয়া উচিত। আমরা তার বিচার দাবি করছি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে রিপোর্ট হাসপাতাল থেকে দেয়া হয় তা প্রকাশ করা হচ্ছে না। আমরা এখন খালেদা জিয়ার স্বাস্থ্যের সঠিক তথ্য প্রকাশ করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি মানে জনগণের মুক্তি, গণতন্ত্রের মুক্তি। তাই তাঁর মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বারবার বলেছি, রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। আন্দোলনের মাধ্যমেই সরকারকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। আর তাহলেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বি.বাড়িয়ায় ট্রেন দুর্ঘটার কথা উল্লেখ করে ফখরুল বলেন, এ সরকার সবকিছুতেই ব্যর্থ। এ সরকার কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। এর আগেও আমরা বহুবার দেখেছি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ সরকারের আমলে তাদের উদাসীনতা ও অবহেলার কারণেই মহাসড়ক- রেলপথ-নৌপথে মর্মান্তিক দুর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতেও কখনই ভ্রƒক্ষেপ করা হয় না।
×