ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বেড়েছে করদাতার সংখ্যা

প্রকাশিত: ১০:০০, ১৩ নভেম্বর ২০১৯

রাজশাহীতে বেড়েছে করদাতার সংখ্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কর অঞ্চলে প্রতিবছর কর দাতার সংখ্যা বাড়ছে। কর দাতাদের সুবিধার্থে আগামীকাল থেকে রাজশাহীতে সপ্তাহব্যাপী ‘আয়কর মেলা ২০১৯’ শুরু হচ্ছে। হেলেনাবাদ কর ভবন অফিস প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। চলবে আগামী ২০ নবেম্বর পর্যন্ত। এছাড়া সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হবে। কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে সাতটি ক্যাটাগরিতে রাজশাহী সিটি কর্পোরেশনসহ রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলাসমূহের ৪২ জন সেরা করদাতাকে এই সম্মাননা প্রদান করা হবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী কর কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম। তিনি জানান, আগামী ৩০ নবেম্বর ২০১৯-২০ অর্থবছরের কর পরিশোধের শেষ তারিখ। নাগরিকদের সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবছরই করদাতারা স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশ নিচ্ছেন এবং সেবাগ্রহণ করছেন। এই মেলার মাধ্যমে মানুষের কর ভীতি কমেছে। রাজশাহী অঞ্চলে করদাতা বা টিন নম্বর গ্রহীতার সংখ্যার পাশাপাশি কর আদায়ের পরিমাণ বাড়ছে উল্লেখ করে কর কমিশনার জানান, গত বছর ২০১৮-১৯ অর্থবছরে রাজশাহী কর অঞ্চল মোট ৭৪১ কোটি টাকা কর আদায় করা হয়েছে। এ সময়ে এক লাখ ২০ হাজার ৩২৯ জন করদাতা তাদের রিটার্ন দাখিল বা কর পরিশোধ করেন। এই অর্থবছরে রাজশাহী অঞ্চলে মোট টিন নম্বর (ইটিআইএন) গ্রহীতার সংখ্যা ছিল দুই লাখ ২৯ হাজার ৭২৬ জন। অর্থবছরটিতে কর মেলা থেকে সাড়ে ১৫ কোটি টাকার বেশি কর আদায় করা হয়। মেলায় ৬৬ হাজার ১৩৬ জন মানুষকে সংশ্লিষ্ট সেবা প্রদান করা হয়। রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম আরও জানান, রাজশাহীতে আগামীকাল সকাল নয়টায় মেলার উদ্বোধন করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় আয়কর রিটার্ন দাখিল, ইটিআইএন রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের ইটিআইএন সার্টিফিকেট প্রদান, আয়কর অধিক্ষেত্র জানা, আয়কর রিটার্ন ফরম পূরণে সহযোগিতা, মেলা প্রাঙ্গণে অবস্থিত ব্যাংক বুথে আয়কর জমা এবং মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও করদাতাদের সহযোগিতাসহ কর সংশ্লিষ্ট বিষয়ে নাগরিকদের সহযোগিতা করা হবে।
×