ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইর ভুলে লোকসানে বিনিয়োগকারী ॥ এক কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ০৯:৫৫, ১৩ নভেম্বর ২০১৯

ডিএসইর ভুলে লোকসানে বিনিয়োগকারী ॥ এক কর্মকর্তা বরখাস্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ভুল তথ্যের কারণে আবারও ক্ষতির শিকার হয়েছেন বিনিয়োগকারীরা। প্রথম প্রান্তিকের মুনাফার খবরে সকালেই এসিআইয়ের শেয়ার কিনে বিকেলে টাকা খুইয়েছেন তারা। এদিকে তথ্য প্রকাশে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন ডিএসইর এক কর্মকর্তা। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম সায়িদ মাহমুদ জুবায়ের। একইসঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় আরও কোন কর্মকর্তার দায়িত্বে অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সংস্থাটির উর্ধতন মহল। জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড সদ্য সমাপ্ত অর্থবছরে বড় ধরনের লোকসান করলেও লোভনীয় লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠানগুলোর লোকসানের কারণে এসিআইয়ের মুনাফা ঋণাত্মক আকার ধারণ করেছে। কিন্তু লোকসান স্বত্বেও কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদসহ ১১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশও রয়েছে। গত সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগকারীদের জন্য এই লভ্যাংশ প্রদানের সুপারিশ আসে। যথারীতি মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে লভ্যাংশ প্রদানের সুপারিশের তথ্য প্রকাশিত হয়। একইসাঙ্গে কোম্পানিটির প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে কোম্পানিটির প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুসারে শেয়ারপ্রতি আয় দেখানো হয় ৫.১৫ পয়সা। সকাল ১০.১৪ মিনিটে ডিএসইর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে ডিএসইর ওয়ার্কস্টেশন ও ওয়েবসাইটে এসিআই লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়। কোম্পানিটি আলোচিত প্রান্তিকে শেয়ারপ্রতি ৫ টাকা ৯৯ পয়সা লোকসান দিলেও ডিএসইর সংবাদে শেয়ারপ্রতি ৫ টাকা ১৯ পয়সা মুনাফা দেখানো হয়। ভাল ‘মুনাফা’র খবরে শেয়ারটির মূল্য মুহূর্তের মধ্যে আকাশচুম্বী হয়ে উঠে। আগেরদিন যে শেয়ারটির দাম ছিল ২২৯ টাকা, সকালে কয়েক মিনিটের মধ্যে সেটির দাম প্রায় ১৮ শতাংশ বেড়ে ২৭০ টাকায় উঠে যায়। পরে বিভিন্ন জায়গা থেকে ফোন পেয়ে ডিএসই ওই সংবাদটি সংশোধন করলে শেয়ারটির দাম ২৪০ টাকায় নেমে আসে। ডিএসইতে দেয়া এই ভুল তথ্যের কারণে অসংখ্য বিনিয়োগকারী ব্যাপক ক্ষতির মুখে পড়ে যান। অভিযোগে জানা গেছে, ডিএসইর ওয়েবসাইটের এই তথ্য বিভ্রান্তি নতুন কোন বিষয় নয়। এর আগে সংস্থাটির বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশে গাফিলতির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনেক তথ্যই যাচাই-বাছাই না করেই প্রকাশ করে থাকে। আবার কোন কোন তথ্য প্রকাশ করতে দেরি করে থাকে। কারণ মূল্য সংবেদনশীল তথ্য সামান্য এক সেকেন্ড বিলম্ব হলেই বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনটি ঘটেছে এসিআই লিমিটেডের প্রথম প্রান্তিকের ক্ষেত্রে। কোম্পানি বা ডিএসইর সামান্য এই ভুলের শিকার এবার নিরীহ বিনিয়োগকারী। ডিএসইর কর্মকর্তা বরখাস্ত ॥ তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের মূল্য সংবেদনশীল তথ্য ভুলভাবে প্রকাশ করার দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মার্কেট অপারেশন্স ডিপার্টমেন্টের প্রধান সায়িদ মাহমুদ জুবায়েরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আরও কারও দায় আছে কি-না তা খতিয়ে দেখছে ডিএসই।
×