ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংশয়ে আসাদ

প্রকাশিত: ০৯:৫৪, ১৩ নভেম্বর ২০১৯

সংশয়ে আসাদ

আইএস নেতা আবু বকর আল বাগদাদি মার্কিন অভিযানে নিহত হয়েছেন কি না সে বিষয়ে সংশয় রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। রাশিয়া টুডেকে দেয়া সাক্ষাতকারে তিনি বাগদাদিকে হত্যার খবর প্রচারকে ‘ফাঁদ’ বলে অভিহিত করে বলেন, ‘মার্কিন নীতির সঙ্গে হলিউডের সিনেমার কোন পার্থক্য নেই। গোটা বিষয়টিই কল্পনার জগতের মতো। এমনকি এর মধ্যে বিজ্ঞানের লেশমাত্র নেই; পুরোটাই অলীক কল্পনা।’ -স্পুটনিক বিপাকে আমানতকারীরা ভারতের পাঞ্জাব এ্যান্ড মহারাষ্ট্র কো-আপারেটিভ ব্যাংকের (পিএমসি) প্রায় ১০ লাখ গ্রাহক তাদের সঞ্চয় হারানোর ঝুঁকির মধ্যে পড়েছে। কারণ ব্যাংকটির বিরুদ্ধে এখন ৬০ কোটি ডলার প্রতারণা মামলা চলছে। গত মাসে মুম্বাইতে আটক হয়েছে এর প্রধান কর্মকর্তা। আমানতকারীরা জমানো অর্থ তুলতে না পেরে এখন রাস্তায় প্রতিবাদ করছেন। ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ৭০ কোটি ডলার। কয়েক সপ্তাহ ধরে তারা অর্থ ওঠাতে পারছেন না। অনেকে বলছেন তারা সারাজীবনের সঞ্চয় হারিয়েছেন। -ওয়েবসাইট
×