ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক সঙ্গে তিন পুত্র সন্তান জন্ম

প্রকাশিত: ১১:৫৮, ১২ নভেম্বর ২০১৯

এক সঙ্গে তিন পুত্র সন্তান জন্ম

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ নবেম্বর ॥ মাগুরায় রাহিদা বেগম নামে এক মা এক সঙ্গে তিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা ও তিন শিশু পুত্র সুস্থ রয়েছে। রবিবার রাতে মাগুরা শহরের একটি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে এই তিন সন্তানের জন্ম দেন। এই মায়ের বাড়ি মাগুরার মহম্দপুরের হরিনাডাঙ্গা গ্রামে। তাদের পিতার নাম মাহবুব আলম । প্রসূতি মায়ের স্বজনরা জানান, মাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। তিন শিশু পুত্র সুস্থ রয়েছে। তাদের পূর্বে আরও একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। দুর্নীতি রোধে কর্মশালা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দুর্নীতি দমন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কর্তৃক জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল ও ই-নথি পদ্ধতি বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা রবিবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে এ বিশ্ববিদ্যালয় বিভিন্ন কমিটি গঠন ও কর্মকৌশল নির্ধারণ করে কার্যক্রম গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
×