ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাভাবিপ্রবি

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরান প্রতিযোগিতা

প্রকাশিত: ১১:৫৮, ১২ নভেম্বর ২০১৯

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরান প্রতিযোগিতা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয় তালিমাতে কোরান ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে সোমবার সকালে বিশ^বিদ্যালয়ের দরবার হলে হিফজুল কোরান প্রতিযোগিতা ও হাফেজদের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. একেএম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার মোহাঃ তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয় তালিমাতে কোরান ও সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মোঃ ওয়ালী উল্লাহ।-বিজ্ঞপ্তি।
×