ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:৫৬, ১২ নভেম্বর ২০১৯

রংপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১১ নবেম্বর ॥ পীরগাছা চৌধুরানীর ব্র্যাক অফিসে ঢুকে এক নারী কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে নিজেও আত্মহত্যা করেছে তার স্বামী। আর্থিক বিষয়ে পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্র্যাকের চৌধুরানী শাখার ক্যাশিয়ার তসলিমা রুমি সোমবার সকাল থেকে নিজের অফিসে বসে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে তার স্বামী আব্দুল্লাহ আল মামুন স্বপন ওই অফিসে ঢুকেই ধারালো একটি চাইনিজ কুড়াল বের করে এলোপাথাড়ি তাকে কোপাতে থাকে। এক সময় তাকে মৃত ভেবে স্বপন ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বাঞ্ছারামপুরে বাচ্চু মিয়া (৩২) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রীনা আক্তার (২৬) ও প্রেমিক রফিক মিয়াকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের চক থেকে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাচ্চু মিয়া তেজখালি ইউনিয়নের বিষ্ণুরামপুর (বাড়াইলচর) গ্রামের হারিছ মিয়ার ছেলে। বগুড়ায় বৃদ্ধ স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, সোনাতলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের মারপিটে সফুরা বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭/৮ জন আহত হয়। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ জানায়, উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামে জমি নিয়ে একই পরিবারের শরিকদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে ইতিপূর্বে মামলাও হয়। রবিবার দুপুরে সফুরা বেওয়ার ছেলে শহিদুল ইসলাম বিরোধপূর্ণ জমি থেকে মাষকলাই তোলার জন্য গেলে দু’পক্ষের মধ্যে মারপিট বাঁধে। নোয়াখালীতে যুবক নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, কবিরহাটে গরু চোরদের পিছু নিয়ে দাওয়া করতে গিয়ে ইব্রাহীম সবুজ (৩৫), নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সেনবাগের নবীপুর ইউনিয়নের দেবী শিংপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে। রবিবার ভোরে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের হালিমের দোকানের পাশে আবদুল হক সওদাগর বাড়ি থেকে গরু চোরদের পিছু নিয়ে দাওয়া করতে গেলে এ ঘটনা ঘটে।
×