ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় মাইক্রোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

প্রকাশিত: ১১:৫৬, ১২ নভেম্বর ২০১৯

কুমিল্লায় মাইক্রোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ নবেম্বর ॥ মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাতে নগরী থেকে ভাড়া একটি মাইক্রোবাসযোগে জেলার চান্দিনায় গাজীর দরবারে যান ভক্তরা। সেখান থেকে রবিবার সকালে ফেরার পথে ওই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা শিশুসহ ৩ যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং আহত হন আরও ৩ জন। নিহতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইউসুফ (৭০), বুড়িচং উপজেলার কংশনগর এলাকার আবদুল মুনাফের ছেলে বাবুল (৪০), নগরীর অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে রবজা (৫)। খুলনায় কনস্টেবল স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, রূপসায় সড়ক দুর্ঘটনায় ফকিরহাট থানার কনস্টেবল নজরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুরে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক মাহেন্দ্র যাত্রী গুরুতর আহত হন। নিহত নজরুল ইলাইপুরের মøক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানার গাড়িচালক ছিলেন বলে জানা গেছে। দিনাজপুরে যাত্রী স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, চিরিরবন্দরে পিকআপের ধাক্কায় সুবাস চন্দ্র রায় নামে এক ইজিবাইক যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবাস চন্দ্র রায় (৩৬) বিরামপুর উপজেলার পীতশ্বর গ্রামের মৃত কুমোদ চন্দ্র রায়ের ছেলে এবং ২ সন্তানের জনক। এদিকে গুরুতর আহত ইজিবাইক চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈয়দপুরে গৃহকর্মী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, মাইক্রেবাসের ধাক্কায় মোমেনা খাতুন(৩৮) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস ধলাগাছ মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই ডাক্তারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দীকের স্ত্রী। সিরাজগঞ্জে দু’জন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সদর উপজেলার কোনাগাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। রবিবার সকালে সিরাজগঞ্জ-কড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ভোরে ওই সড়কের কোনাগাতি ব্রিজের ওপর অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও এক ব্যক্তি। এ অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। শেরপুরে রিক্সাচালক নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজুল হক (৮০) নামে এক বৃদ্ধ রিক্সাচালক নিহত হয়েছে। রবিবার রাতে শহরের নওহাটা এলাকায় ওই ঘটনা ঘটে। জানা যায়, রবিবার রাত সোয়া ১১টার দিকে শেরপুর শহরের নওহাটা এলাকায় শেরপুর-ঝিনাইগাতী রোডের দুর্গা রাইস মিলের সামনে একটি ট্রাক রিক্সাচালক আজিজুল হককে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আজিজুল। মীরসরাইয়ে বাস চালক নিজস্ব সংবাদদাতা মীরসরাই থেকে জানান, মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (২৪) নিহত ও শহিদ আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নয়দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলমান একটি সেইফ লাইনের চাকা পাঙচার হয়ে গেলে চালক গাড়ি থামিয়ে চাকা পরিবর্তন করার সময় একটি ট্রাক সেইফ লাইনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক কামরুলের (২৪) মৃত্যু ঘটে।
×