ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবন এবারও ‘মায়ের মতো রক্ষা করল’

প্রকাশিত: ১১:৪৭, ১২ নভেম্বর ২০১৯

সুন্দরবন এবারও ‘মায়ের মতো রক্ষা করল’

বাবুল সরদার, বাগেরহাট ॥ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবারও ‘মায়ের মতো রক্ষা করল’। প্রবল ঘূর্ণিঝড় বুলবুল উপকূল অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ঢাল হিসেবে কাজ করেছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। ফলে লোকালয়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি আশঙ্কার তুলনায় অনেকটাই কম হয়েছে। এ মত পরিবেশবিদ, আবহাওয়াবিদ ও বনকর্মীদের। বুলবুলের শক্তি যখন সর্বোচ্চ মাত্রায় ছিল, তখন ঘণ্টায় দেড় শ’ কিলোমিটার গতির বাতাস নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছিল এ ঝড়। তবে উপকূল অতিক্রম করার আগে এর শক্তি অনেক কমে যায়। ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে শনিবার রাতে বুলবুল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে। পরে রবিবার সকালে যখন সুন্দরবনের ওপর দিয়ে খুলনা উপকূলে পৌঁছায়, তখন বাতাসের গতি ঘণ্টায় ছিল সর্বোচ্চ ৯০ কিলোমিটার। সুন্দরবন এ ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ কমিয়ে দিয়েছে। খুলনা অঞ্চলে যখন এসেছে, ততক্ষণে অনেকটা দুর্বল হয়ে পড়ে। এ কারণে বাংলাদেশে ততটা ক্ষতি হয়নি। সরাসরি এলে ক্ষতি অনেক বেশি হতো। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘যে রূপ ধারণ করে ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসছিল, তাতে সুন্দরবন না থাকলে এই দক্ষিণাঞ্চলে প্রাণহানির আশঙ্কা ছিল বেশি। সুন্দরবন আমাদের রক্ষা করেছে, ঘূর্ণিঝড় বুলবুলকে রুখে দিয়েছে। ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা এবং ২০০৭ সালের নবেম্বরে ঘূর্ণিঝড় সিডরও স্থলভাগে উঠে এসেছিল সুন্দরবন উপকূল দিয়ে। এর মধ্যে আইলায় বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার। আর সিডরের শক্তি ছিল তার দ্বিগুণেরও বেশি, ঘণ্টায় ২৬০ কিলোমিটার। দক্ষিণের উপকূলীয় এলাকাগুলোর মানুষদের জীবনে ‘সিডর’ এক দুঃসহ স্মৃতির নাম। ২০০৭ সালের ১৫ নবেম্বর সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। প্রলয়ঙ্করী সিডরে মৃত্যু হয় সরকারী হিসেবে প্রায় সাড়ে তিন হাজার মানুষের, যা বেসরকারী হিসেবে কয়েকগুণ। তবুও অনেক মানুষ বেঁচে যান সুন্দরবনের কারণে। এই ম্যানগ্রোভ বনাঞ্চল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সেই ঝড়ে, ভেঙ্গে পড়ে হাজার হাজার গাছপালা। বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈন উদ্দিন খান বলেন, বনের ভেতরে নদীপাড়ে গাছপালা উপড়ে পড়েছে।
×