ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানুষের মুখের মতো মাছ

প্রকাশিত: ১১:১০, ১২ নভেম্বর ২০১৯

মানুষের মুখের মতো মাছ

সমুদ্রে প্রায়ই অদ্ভুত প্রাণীর দেখা পাওয়া যায়। আকার-আয়তনে হোক বা গড়নে প্রাণিজগতের বৈচিত্র্য সত্যিই অবাক করে দেয়ার মতোই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও দেখে লোকজন অবাক হয়েছেন। চীনের কানমিং শহর লাগোয়া মিয়াও এলাকার এক নদীতে অদ্ভুত একটি মাছ দেখা গেছে। মাছের মুখ দেখতে পুরোপুরি মানুষের মুখের মতো। ইন্টারনেটে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। ১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাছটি নদীতে সাঁতার কেটে পাড়ের দিকে আসছে। নদীর তীরে এসে কোন কিছু খাওয়ার চেষ্টা করছে। মাছটিকে কাছ থেকে দেখলে বোঝা যায়, নাক, দুই চোখ ও মুখের সামনের অংশ মানুষের মতো। তবে প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কার্প প্রজাতির মাছ। এই প্রজাতির মাছেদের আকার বিভিন্ন প্রকারের হয়। তার মধ্যে বেশ কিছু অন্যান্য পশুপ্রাণী বা মানুষের মতোও দেখতে হতে পারে। এটা ভয়ঙ্কর কিছু নয় বলে আশ্বস্ত করেছেন তারা। ভিডিওটি এক নারী রেকর্ড করেছেন। ভিডিও ক্লিপটি চীনের মাইক্রোব্লগিং সাইট বীবোসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি শেয়ার করা হয়েছে। মাছের ভিডিওটি টুইটারেও শেয়ার হয়েছে। এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি লোক ভিডিওটি দেখেছে। এছাড়া ১৭ হাজার লাইক ও পাঁচ হাজারেরও বেশি রি-টুইট হয়েছে। -ডেইলি মেইল
×