ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে শত ভাবনা নিয়ে ‘আমার বঙ্গবন্ধু’

প্রকাশিত: ০৯:০৫, ১২ নভেম্বর ২০১৯

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে শত ভাবনা নিয়ে ‘আমার বঙ্গবন্ধু’

সংস্কৃতি ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ-২০২০ উপলক্ষে ‘আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়’ শীর্ষক প্রকাশনা ও প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। সর্বোচ্চ ৫০০ শব্দের লেখা আগামী ৩১ ডিসেন্বরের মধ্যে পাঠাতে হবে। সেরা ১০ লেখার জন্য বিশেষ পুরস্কারসহ মোট ১০০ লেখককে সম্মাননা জানানো হবে। নির্বাচিত লেখা নিয়ে প্রকাশ হবে ‘আমার বঙ্গবন্ধু’ সংকলন। সৃজনশীল উন্নয়ন সংস্থা ‘স্বপ্নশীলন’ আয়োজিত এ প্রতিযোগিতার বিস্তারিত তথ্যের জন্য ০১৭১২৯৫২৯৯৫, ০১৭২৬২৬৬৬৭৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। [email protected] এই ঠিকানায় লেখা পাঠানো যাবে।
×