ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আসছে নতুন ধারাবাহিক ‘বউ শাশুড়ি’

প্রকাশিত: ০৯:০৫, ১২ নভেম্বর ২০১৯

আসছে নতুন ধারাবাহিক ‘বউ শাশুড়ি’

সংস্কৃতি ডেস্ক ॥ নতুন ধারাবাহিক ‘বউ শাশুড়ি’ প্রচার উপলক্ষে সম্প্রতি বৈশাখী টেলিভিশন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন, অনুষ্ঠান ও বিপণন উপদেষ্টা বেনু শর্মা, জিএম এডমিন সরদার রউফ, হেড অব ব্রডকাস্ট মোস্তাফিজুর রহমান পলাশ, অনুষ্ঠান প্রধান আহসান কবির, প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান, প্রযোজক রবিউল হাসান সুজন এবং নাটকের পরিচালক আকাশ রঞ্জন এবং অভিনেতা ও মডেল অবাক। সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ১৬ নবেম্বর থেকে বৈশাখী টেলিভিশনে ‘বউ শাশুড়ি’ নাটকটি প্রচার শুরু হচ্ছে। ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নির্মিত দীর্ঘ ধারাবাহিক ‘বউ শাশুড়ি’ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, অহনা, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকে। আগামী ১৬ নবেম্বর থেকে সপ্তাহে তিনদিন শনি, রবি ও সোমবার রাত ৮-৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটক প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, মা-বাবা, ভাই-বোন, স্ত্রী সন্তান নিয়েই আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ শাশুড়ির সম্পর্কই এর মূল কারণ। বউ-শাশুড়ির এ যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি। তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিত্যনৈমিত্তিক বিষয়। ছেলে কার মন রক্ষা করবে? মায়ের না স্ত্রীর? সংসারে শুরু হয় প্রতিযোগিতা, দ্বন্দ্ব, অশান্তি। এমন ঘটনা অনেক পরিবারের মধ্যেই বিরাজমান। অথচ শাশুড়ি যদি তার ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তার শাশুড়িকে মায়ের মতো মনে করত তাহলে এমন অশান্তি আর দেখা যেত না। শাশুড়িরা নিজের মেয়েকে রাজরানী এবং ছেলে বউকে চাকরানি মনে করেন। তারা যদি সবাইকে সমান চোখে দেখত তাহলে আর এমন হতো না। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই বউ-শাশুড়ি নাটকের গল্পটি লেখা। বিগত দিনে দর্শকরা আমার লেখা গল্পের নাটক যেভাবে গ্রহণ করেছেন আমার বিশ্বাস এই বউ-শাশুড়ি নাটকটিও তেমনিভাবে গ্রহণ করবেন।
×