ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুব ও সাংস্কৃতিক মেলার সমাপনী

প্রকাশিত: ০৯:০৪, ১২ নভেম্বর ২০১৯

যুব ও সাংস্কৃতিক মেলার সমাপনী

সংস্কৃতি ডেস্ক ॥ ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই সেøাগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত ২ নবেম্বর শুরু হয়েছিল সাতদিনের যুবমেলা। ৮ নবেম্বর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার ইতি টানেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ফারুক আহমেদ। ইমন খান ও রিতা রাণী সাহার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই দলীয় নৃত্য পরিবেশন করে কাশফুল সাংস্কৃতিক সংগঠন। এরপর মেলায় অংশ নেয়া ১৮টি সাংস্কৃতিক সংগঠন ও নাচ, গান, অভিনয়, আবৃত্তিতে অংশ নেয়া শিল্পী এবং স্টল মালিকদের হাতে সনদ তুলে দেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ফারুক আহমেদ। এরপর আবারও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সমাপনী দিনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা ও সুরে ‘তুমি শোষিত মানুষের কণ্ঠস্বর’ গানটি শোনান সাংবাদিক বোরহান বিশ্বাস। ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’ গান পরিবেশন করে সারুলিয়া ইয়্যুথ টিমের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী শারমিন সুলতানা। জেনেসিস থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘দামাল ছেলে নজরুল’। এতে কবি নজরুল ও লজিং বাড়ির মেয়ে সিতারার চরিত্রে অভিনয় করেন ইমন খান ও নুসরাত লিয়া। ‘অন্তরঙ্গ নাট্য সংগঠন’ নূর হোসেন রানার লেখা ও নির্দেশনায় হাসির নাটক ‘বটতলায় ফেলু মামা’ অংশবিশেষ মঞ্চস্থ করে। শেষ দিন সাংস্কৃতিক পরিবেশনায় প্রতিক্ষণ যুব উন্নয়ন ফাউন্ডেশন, আর্ত সামাজিক যুব উন্নয়ন সংস্থা, স্বপ্নকথা কুটির শিল্প, স্বর সঙ্গীতালয় মানব কল্যাণ সংঘ ও ঢাকা মৌলিক নাট্যদলের পক্ষ থেকে একক পরিবেশনায় ছিলেন আরমিন শুভ, এ আর সাগর, তৃষা ভাওয়াল, মৌটুসী, আল সাজিদুল ইসলাম দুলাল, অবিনাশ বাউল, শেখ জয়নুল আবেদীন ও তিশা। ইমন খানের জন্মদিনে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
×