ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে যাত্রাশিল্পীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৯:০৩, ১২ নভেম্বর ২০১৯

কিশোরগঞ্জে যাত্রাশিল্পীদের সংবর্ধনা

সংস্কৃতি ডেস্ক ॥ সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ হাওড়-ভাটিয়ালির দেশ, কবি চন্দ্রাবতী ও বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর উপাখ্যান ধারণ করে আছে যে মাটি, সেই কিশোরগঞ্জের যাত্রাশিল্পীরা এখন স্বপ্নে, দ্রোহে, চেতনায় ঐক্যে সংগঠিত। তারা স্বপ্ন দেখে যাত্রার জন্য একটি ফুটন্ত সকাল আসুক। যাত্রা যে অশুভ শক্তিকে নির্মূল করে, সেই দ্রোহ চেতনা তারা ছড়িয়ে দিতে চায় সবখানে। তবে তার আরও প্রয়োজন বেঁচে থাকার নিশ্চয়তা। এজন্যে যাত্রাশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সুন্দর মতবিনিময় ও সেমিনারের আয়োজন করে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা। শহরের খড়মপট্টিতে কাজী নজরুল ইসলাম রোডে অবস্থিত সংগঠনের অফিস সংলগ্ন সম্মেলন কক্ষটি যাত্রামালিক শিল্পীদের মিলন মেলায় পূর্ণ হয়ে উঠেছিল শনিবার সন্ধ্যায়। ‘বুলবুলের’ আঘাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তারা এই আসরে স্বতঃস্ফূর্তভাবে ছুটে এসেছিলেন। অতিথি ও বিশিষ্ট জনদের অভ্যর্থনা জানান সংগঠনের সভাপতি মোনায়েম হোসেন রতন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল। মতবিনিময় ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দে। বিশেষ অতিথি বিশিষ্ট ছড়াকার, লেখক, গবেষক, জাহাঙ্গীর আলম জাহান, প্রবীণ যাত্রাশিল্পী হিরুআল আরেফিন ও সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক হুমায়ূন কবির, পারভেজ মুস্তফা কামাল, মাসুদুর রহমান মাসুদ, ডাঃ শফিক উদ্দিন, মাখন দেবনাথ, তুহিন প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন পরিষদের জেলা শাখার সভাপতি মোনায়েম হোসেন রতন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল। এর আগে অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি থেকে সম্মাননাপ্রাপ্ত দুই প্রবীণ শিল্পী মোঃ আবদুস সাত্তার ও মোতালেব হোসেন রাজাকে সংবর্ধনা দেয়া হয় এবং সংবর্ধনার শুভেচ্ছা স্মারক তাদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিলন কান্তি দে। কিশোরগঞ্জ জেলা যাত্রাশিল্পীদের পক্ষ থেকেও মিলন কান্তি দে’ কে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন মোনায়েম হোসেন রতন। মত বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম জাহান বলেন, শিল্পচর্চায় কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্টহীনতাই যাত্রাশিল্প ধংসের অন্যতম কারণ। প্রধান অতিথির বক্তব্যে মিলন কান্তি দে বলেন, যাত্রাশিল্পের সঙ্কট মোকাবেলায় কিশোরগঞ্জের শিল্পীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, অন্যান্য জেলার জন্য এটা দৃষ্টান্ত হতে পারে। যাত্রাকে গ্রামগঞ্জে চরাঞ্চলে আটকে না রেখে নগরমুখী করতে হবে। এ মুহূর্তে আমাদের প্রয়োজন নাগরিক সমাজের স্বীকৃতি। যাত্রাশিল্পের কিছু সমস্যার সমাধানে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের আলোচনা অব্যাহত আছে বলে তিনি জানান।
×