ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ উদযাপনে খেয়ালির বছরব্যাপী অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:০২, ১২ নভেম্বর ২০১৯

মুজিববর্ষ উদযাপনে খেয়ালির বছরব্যাপী অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে নাট্য সংগঠন খেয়ালি নাট্যগোষ্ঠী। খেয়ালি মনে করে বাঙালীর মুক্তিযুদ্ধের অসামান্য অর্জনে যিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কোন একক ব্যক্তি বা দলের নন, তাকে কোন দলীয় গ-িতে আবদ্ধ করা যাবে না। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার খেয়ালি নাট্যগোষ্ঠী ‘এক কাতারে সবাই মুক্তির পথে যাত্রা করি শুরু’ স্লোগানে বছরব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। এর মধ্যে ২৮ ডিসেম্বর ধোলাইরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা এবং নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’ প্রদর্শিত হবে। এতে অংশ নেবে মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও ধোলাইরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী বছর ২৩ থেকে ২৫ জানুয়ারি মুরাদপুর সমীরণ নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপাী কাঙ্গাল কবীর নবম পথনাট্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। এদিকে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে খেয়ালি বছরব্যাপী অনুষ্ঠান শুরু করে। এতে নেতৃত্ব দিয়েছেন সাবেক সংসদ সদস্য এ্যাড. সানজিদা খানম এবং খেয়ালির প্রতিষ্ঠাতা ও সভাপতি এ কে এ কবীর। জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পর খেয়ালি নাট্যগোষ্ঠী মুুজিববর্ষ উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ২০১৯ চার দিনব্যাপী কাঙ্গাল কবীর অষ্টম পথনাট্যোৎস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। চার দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাড. সানজিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) তপন হাফিজ। সভাপতিত্ব করেন খেয়ালির প্রতিষ্ঠাতা ও সভাপতি এ কে এ কবীর। পথনাট্যোৎসবে খেয়ালি ছাড়া আর ১২টি দল অংশগ্রহণ করে। গত ১৭ মার্চ ২০১৯ মুরাদপুর সমীরণ নেছা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় এলাকার ৫টি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ছাত্রছাত্রী অংশ নেয়। বিকেল ৩টায় একই স্থানে ‘বঙ্গবন্ধু কে’ শীর্ষক আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাট্যজন ম. হামিদ। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাড. সানজিদা খানম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। সভাপতিত্ব করেন খেয়ালির প্রতিষ্ঠাতা ও সভাপতি এ কে এ কবীর। গত ২৬ সেপ্টেম্বর জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুকে’ জানি শীর্ষক আলোচনা হয় । এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাড. সানজিদা খানম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। সভাপতিত্ব করেন খেয়ালির প্রতিষ্ঠাতা ও সভাপতি এ কে এ কবীর।
×