ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাকার ওপর ঘুমিয়ে থাকা ডিবির সেই এসআই ক্লোজড

প্রকাশিত: ০৯:০০, ১২ নভেম্বর ২০১৯

টাকার ওপর ঘুমিয়ে থাকা ডিবির সেই এসআই ক্লোজড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ অবশেষে টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ তাকে ডিবি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন। রবিবার বিকেলে তাকে প্রত্যাহার করা হয়। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-ওয়ান) মোঃ মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও জেলা পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে জেলা পুলিশেরই একটি সূত্র জানিয়েছে, টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকার ঘটনায় যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই সূত্র ধরেই তাকে প্রত্যাহার করা হয়। প্রসঙ্গত, বুধবার একটি মাইক্রোবাসের মধ্যে বেশ কিছু টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকতে দেখা যায় এসআই আরিফকে। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে এসআই আরিফের দাবি, ওই টাকাটা তার বৈধ উপায়ে নেয়া এবং ঘটনাটি ৫ মাস পূর্বের। আরিফের দাবি, সে সময় তার মা অসুস্থ ছিলেন। মূলত সেই জন্যই ১ লাখ ২০ হাজার টাকা তিনি একজনের কাছ থেকে ধার নিয়েছিলেন। ওই সময় গাড়িতে ঘুমিয়ে পড়লে কেউ ছবি তুলে ছড়িয়ে দেয়। এনায়েতপুরে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৭ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১১ নবেম্বর ॥ এনায়েতপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলা ও শিক্ষার্থীসহ প্রায় ১৭ জন আহত হয়েছে। রবিবার সকালে খুকনী ইউপির রুপনাই গাছপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহত ও স্থানীরা জানায়, রুপনাই গাছপাড়ায় আরএস খতিয়ানসূত্রে মালিক মৃত নুর মোহাম্মদের বসতভিটা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে চাচাত ভাই আবদুল কাদের ওরফে খাজের সরকার। এ নিয়ে এলাকায় বহুবার মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে শনিবার সকাল ১০টার দিকে নুর মোহাম্মদের ছেলেরা তাদের বসতভিটা পুনরুদ্ধার করতে গেলে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের মহিলা, স্কুল শিক্ষার্থীসহ অন্তত ১৭ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক, থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×