ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবিতে দুর্নীতির অভিযোগ ॥ শিক্ষকদের অব্যাহত আন্দোলন

প্রকাশিত: ০৮:৫৯, ১২ নভেম্বর ২০১৯

রাবিতে দুর্নীতির অভিযোগ ॥ শিক্ষকদের অব্যাহত আন্দোলন

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে পদত্যাগ চেয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে ‘দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ’র ব্যানারে সোমবার বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। মানববন্ধনে বক্তারা বলেন, নিয়োগ বাণিজ্যের ফোনালাপ প্রকাশ পেলেও কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি বর্তমান প্রশাসন। এমনকি তদন্ত কমিটি গঠন করাও প্রয়োজন মনে করেননি। এতেই প্রতীয়মান হয় যে, ওই টাকায় বর্তমান ভিসিরও অংশীদারিত্ব রয়েছে। দুর্নীতি বিরোধী শিক্ষকদের অভিযোগ অসত্য হলে প্রশাসনকে জনসম্মুখে তার সত্যতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শিক্ষকরা। এই সময় কেন্দ্রীয় গ্রন্থাগারের সাবেক প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী একটি প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন। ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজার সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ, সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মজিবুল হক আজাদ খান, গণিত বিভাগের অধ্যাপক আসাবুল হক প্রমুখ। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর আইন বিভাগের এক চাকরি প্রত্যাশীর স্ত্রীর সঙ্গে উপ-উপাচার্য চৌধুরী মোঃ জাকারিয়ার দরকষাকষির ফোনালাপ ফাঁস হয়।
×