ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বাবুরপুকুর গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ০৮:৫৮, ১২ নভেম্বর ২০১৯

বগুড়ায় বাবুরপুকুর গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নীরবেই পালিত হলো বাবুরপুকুর গণহত্যা দিবস। মুক্তিযুদ্ধকালীন ১১ নবেম্বরের ভোরে হানাদার পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসর জামায়াত এক নারীসহ ১৪ জন মুক্তিযোদ্ধাকে ধরে এনে ব্রাশফায়ারে হত্যা করে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের টেঙ্গামাগুর হাটের উত্তর ধারে বাবুরপুকুরে। সোমবার সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে নেতা কর্মীরা বাবুরপুকুরে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের জীবনী তুলে ধরে পথসভা করে। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোট পুষ্পস্তবক অর্পণ করে। বিজয়ের ৩৫ দিন আগে শহরের ঠনঠনিয়া শাহপাড়া ম-লপাড়া তেঁতুলতলা হাজিপাড়া ও পশারিপাড়া এলাকায় কুচক্রী জামায়াতের দেখিয়ে দেয়া বাড়িতে হানা দেয় পাকিস্তানী সেনাবাহিনী। বোয়ালমারীতে বাল্য বিয়ে বন্ধ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১১ নবেম্বর ॥ উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনাকারী সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন বলেন, সোমবার দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের সহস্র্রাইল গ্রামে এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক ছিল ওই মেয়ের। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বন্ধ করে দেয়। মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা দিয়েছে মেয়ের মা শাহানা খাতুন।
×