ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল

প্রকাশিত: ০৮:৫৭, ১২ নভেম্বর ২০১৯

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুল হক পরিবারের জমি জবরদখল করে তাতে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়া হয়। এমতাবস্থায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর আতঙ্কে দিন পার করছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তরা সমস্যা সমাধানের আশ্বাস দিলেও প্রভাবশালী জবরদখলকারীদের ভয়ে কার্যকর কোন উদ্যোগ নিতে পারছে না বলে অভিযোগ করা হয়। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ময়মনসিংহ নগরীর ঢোলদিয়া মৌজায় যুদ্ধাহত প্রয়াত মুক্তিযোদ্ধা আজিজুল হকের কেনা বিআরএস ৮০৩ নম্বর দাগের ৩৪ শতাংশ জমিতে তার স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করেই এই জমির মালিকানা দাবি করে একই মৌজার জাবের হোসেন, জায়েদ হোসেন ও জোবায়ের হোসেন গত ১০ নবেম্বর রবিবার প্রকাশ্যে হামলা ও তা-ব চালিয়ে একাংশ জবরদখল করে তাতে সীমানা প্রাচীর নির্মাণ করে। এ সময় হামলাকারীরা বাড়ির সামনের ফলদ গাছপালা কেটে সাফ করে ফেলে এবং টিনশেডের একটি গ্যারেজে হামলা চালিয়ে ভাংচুর করে। বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়া হয়। সংবাদ সম্মেলনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাসহ বেদখল হওয়া জমি উদ্ধারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে প্রয়াত আজিজুল হকের স্ত্রী আনোয়ারা খাতুন, পুত্র একেএম আনোয়ারুজ্জামান, কন্যা আরজু মনোয়ারা বেগম, শাহনাজ বেগম, জামাতা রুহুল কদ্দুছ, ভাই মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।
×