ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাবরি মসজিদ রায় ॥ ফেসবুকে পোস্ট দিয়ে আটক অনেকে

প্রকাশিত: ০৮:৫৪, ১২ নভেম্বর ২০১৯

বাবরি মসজিদ রায় ॥ ফেসবুকে পোস্ট দিয়ে আটক অনেকে

সুপ্রীম কোর্ট বাবরি মসজিদ ইস্যুতে রায় দেয়ার পর ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণাসূচক পোস্ট দেয়ায় এবং বাজি পুড়িয়ে আনন্দ করায় সন্দেহভাজন অনেককে আটক করা হয়েছে। পুলিশ রবিবার এ কথা জানিয়েছে। সুপ্রীম কোর্ট তাদের রায়ে বিতর্কিত ধর্মীয় জায়গাটিকে হিন্দুদের দিয়ে দিয়েছে। রয়টার্স। কোর্ট ভারতের উত্তরাঞ্চলের অযোধ্যা শহরের তীক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধর্মীয় জায়গাটিতে শনিবার রাম মন্দির বানানোর অনুমতি দেয়। দীর্ঘদিন চলা এ মামলার রায়ে মুসলিমরা হেরে যায়। মুসলিমরা এ বিতর্কিত জমি তাদের বলে দাবি করছে। স্বাধীনাতর পর এই ইস্যুটি দেশটির অনেক রক্তাক্ত দাঙ্গার জন্ম দিয়েছে। ১৯৯২ সালে উগ্র হিন্দুরা ষোড়শ শতকের মসজিদটি গুড়িয়ে দেয়।
×