ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীসহ উপকূলীয় অঞ্চলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি

প্রকাশিত: ১১:৪৯, ১০ নভেম্বর ২০১৯

রাজধানীসহ উপকূলীয় অঞ্চলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে শনিবার রাজধানী ও উপকূলীয় অঞ্চলসহ দেশের অনেক জেলায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঘূর্ণিঝড় আঘাত হানার পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার দিনভর রাজধানীর আকাশ ছিল মেঘলা। দিনভর পড়তে থাকে ঝিরঝির বৃষ্টি। সন্ধ্যায় বেড়ে যায় বৃষ্টির পরিমাণ। বৃষ্টিতে রাজধানীর রাস্তাঘাট ও অলিগলি হয়ে ওঠে কর্দমাক্ত। ফুটপাথে ফেরিওয়ালাদের হাঁকডাক নেই। রাজধানীতে শনিবার সকাল ১১টার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। হাল্কা বৃষ্টি চলতে থাকে দিনভর। তারপর থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকে রাত পর্যন্ত। সরকারী অফিস বন্ধ থাকলেও সকালে বৃষ্টিতে প্রথমে কিছুটা দুর্ভোগে পড়েন বেসরকারী প্রতিষ্ঠানের অফিসগামীরা। ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করেই নিজ নিজ গন্তব্যে ছুটছেন তারা। সন্ধ্যার পর বেড়ে যায় বৃষ্টির পরিমাণ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রূপ নেয় মাঝারি ধরনের বৃষ্টিতে। কিছু সময়ের জন্য থমকে যায় পথচারীর চলাফেরা। হাতিয়া ॥ নিজস্ব সংবাদদাতা হাতিয়া থেকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্রমান্বয়ে খারাপ হয়েই চলেছে আবহাওয়া। শনিবার সকাল থেকে হাতিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ অনেকটা মেঘলা থাকায় দিনেরবেলাতেও নেমে এসেছে অন্ধকার। সাতক্ষীরা ॥ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ ঝড়োহাওয়া বইছে। বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বরগুনা ॥ নিজস্ব সংবাদদাতা বরগুনা থেকে জানান, শনিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যেই লোকজনকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে পাঠানোর কাজ চলছে। বরিশাল ॥ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, শুক্রবারের মতো শনিবারও দিনভর বরিশাল বিভাগজুড়ে বিরাজ করছে বৈরী আবহাওয়া। শনিবার সকাল থেকেই মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের গতিবেগও বেড়েছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে শনিবার দিনভর বৃষ্টিপাত অব্যাহত থাকে। মংলা ॥ নিজস্ব সংবাদদাতা মংলা থেকে জানান, এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অনেকটা স্বাভাবিক রয়েছে। পিরোজপুর ॥ নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সারাদিন বৃষ্টিপাত এবং জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়ি-ঘরে পানি ঢুকেছে। চরম দুর্ভোগে পড়েছে লোকজন। ভোলা ॥ নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, ভোলায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বইছে হাল্কা বাতাস। সন্ধ্যা পর্যন্ত ভারি বর্ষণ শুরু হয়নি। মেঘনা নদীও রয়েছে শান্ত।
×