ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংকের জন্য বিরাট শিক্ষা

প্রকাশিত: ০৯:৩৩, ১০ নভেম্বর ২০১৯

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংকের জন্য বিরাট শিক্ষা

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান বলেছেন, হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংকের জন্য ছিল একটি বিরাট শিক্ষা। ২০১১ সালে হলমার্ক কেলেঙ্কারি ব্যাংকিং সেক্টরকে যেভাবে নাড়া দিয়েছে তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। এরপর থেকে সোনালী ব্যাংকে আর এ ধরনের ঘটনা ঘটেনি, আশাকরি ভবিষ্যতেও ঘটবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। তিনি শনিবার দুপুরে রংপুরের প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত ‘রংপুর বিভাগীয় ব্যবসায়িক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের এগিয়ে নিতে সোনালী ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে ঋণ সহায়তা প্রদান করছে। তিনি বলেন, বর্তমান সরকার বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়েছে। কর্মসংস্থান সৃষ্টি করতে হলে প্রথমে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সে কারণে ভাল ব্যবসায়ী ও উদ্যোক্তারা যাতে কোন প্রকার হয়রানি ছাড়াই খুব সহজে ঋণ সুবিধা পায় সে বিষয়ে কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।
×