ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৯:৩০, ১০ নভেম্বর ২০১৯

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৯ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৬৫ লাখ ৩২ হাজার ৫৭১টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৭ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৫ লাখ ২৪ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের। এছাড়া সিলকো ফার্মার ২ কোটি ২২ লাখ ৭১ হাজার টাকার, সিনোবাংলার ১ কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪৬ লাখ টাকার, এসএস স্টিলের ২ কোটি ৫০ লাখ ২৭ হাজার টাকার, এ্যাডভেন্ট ফার্মার ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ লাখ ৭৯ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯৪ হাজার টাকার, নর্দার্ন জুটের ১ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ৮ লাখ ৩৪ হাজার টাকার, জেনারেশন নেক্সট ফ্যাশনসের ৪১ লাখ টাকার, কাট্টলি টেক্সটাইলের ৭ লাখ ৩০ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৯১ হাজার টাকার, ন্যাশনাল টিউবের ১৫ লাখ ২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ২০ হাজার টাকার, সুহৃদের ৫৪ লাখ ১ হাজার টাকার, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৬১ হাজার টাকার, এ্যাকটিভ ফাইনের ১২ লাখ ৩৯ হাজার টাকার, আইটি কনসালটেন্টসের ৬ লাখ টাকার, ম্যারিকোর ১ কোটি ৭২ লাখ ৭১ হাজার টাকার, অলিম্পিকের ৯৫ লাখ টাকার এবং ইন্দো-বাংলা ফার্মার ১৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×