ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭টি কোম্পানি হলো

প্রকাশিত: ০৯:২৯, ১০ নভেম্বর ২০১৯

৭টি কোম্পানি হলো

জিকিউ বলপেন ॥ আগের অর্থবছরেও কোম্পানিটির পর্ষদ লোকসান সত্ত্বেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫.১২ টাকা লোকসান হয়েছিল। এবারও লোকসান নিয়েই ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ৮ কোটি ৯৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ১১২ কোটি ৩২ লাখ টাকার রিজার্ভ রয়েছে। খুলনা প্রিন্টিং ॥ ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ঝামেলায় মাঝে উৎপাদন বন্ধ ছিল। তবে উৎপাদন শুরু হলেও ২০১৮-১৯ অর্থবছরে মুনাফা করতে পারেনি। তবে আগের দুটি অর্থবছরে লোকসান করে লভ্যাংশ না দিলেও এবার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৭৩ কোটি টাকার ৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ৩৪ কোটি ১৪ লাখ টাকার রিজার্ভ রয়েছে। মোজাফ্ফর হোসাইন ॥ মেশিনারিজ অর্ধেক বন্ধ থাকার কারণে কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছরে লোকসানে পতিত হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ থেকে শেয়ারহোল্ডারদের বিমুখ করেনি। এবারও লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৯৯ কোটি টাকার ১ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ৬৪ কোটি ৮১ লাখ টাকার রিজার্ভ রয়েছে। হাক্কানি পাল্প ॥ ১৯ কোটি টাকার পরিশোধিত মূলধনের এ কোম্পানিটি কয়েক বছর ধরে লোকসান রয়েছে। তারপরেও আগের বছরের ন্যায় এবারও লোকসান নিয়ে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির ৩২ কোটি ৮৪ লাখ টাকার রিজার্ভ রয়েছে। এটলাস বাংলাদেশ ॥ রাষ্ট্রাধীন এ কোম্পানিটি ৪ অর্থবছর ধরে লোকসান রয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ কখনও লভ্যাংশ দেয়া থেকে বিরতি দেয়নি। যদিও কোম্পানিটির পরিশোধিত মূলধনের তুলনায় এখনও কয়েকগুণ বেশি রিজার্ভ রয়েছে। বর্তমানে ৩৩ কোটি ১৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির রিজার্ভ রয়েছে ৩৯৭ কোটি ৮২ লাখ টাকা। ইস্টার্ন ক্যাবলস ॥ রাষ্ট্রাধীন এ কোম্পানিটি আগের অর্থবছরেও লোকসান করে। তবে লভ্যাংশ থেকে বঞ্চিত করেনি। এবারও কোম্পানিটির পর্ষদ লোকসান সত্ত্বেও লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির রিজার্ভ রয়েছে ৪৯ কোটি ১২ লাখ টাকা। ন্যাশনাল টিউবস ॥ রাষ্ট্রাধীন এ কোম্পানিটি ৩ অর্থবছরে ধরে লোকসানে রয়েছে। তবে এবারও আগের বছরের ন্যায় লোকসান সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ কোটি ৬৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির রিজার্ভ রয়েছে ৫২৫ কোটি ৫৬ লাখ টাকা।
×