ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাহবুবুল এ খালিদের নতুন গান

প্রকাশিত: ০৯:২৩, ১০ নভেম্বর ২০১৯

মাহবুবুল এ খালিদের নতুন গান

সংস্কৃতি ডেস্ক ॥ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘ঈদ-ই-মিলাদুন্নবী’ শিরোনামের গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। কণ্ঠ দিয়েছেন কনা এবং রাজীব। গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সঙ্গীত ডটকম’-এ প্রকাশ হয়েছে। পাশাপাশি গীতিকারের নিজস্ব ইউটিউব চ্যানেল খালিদ সঙ্গীতে এর একটি ভিডিও ছাড়া হয়েছে। গানটি প্রসঙ্গে মাহবুবুল এ খালিদ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে আরবের মরু প্রান্তরে শুভাগমন করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন তিনি। সবধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে মানবসত্তার চিরমুক্তির জন?্য সারাজীবন সংগ্রাম করেছেন তিনি। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। আজও তিনি মদিনায় জেগে আছেন তার উম্মতের মঙ্গল কামনায়। এমন কথায় সাজানো হয়েছে ‘ঈদ-ই-মিলাদুন্নবী’ গানটি।
×