ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ম্যাজিক বাউলিয়ানার অডিশন

প্রকাশিত: ০৯:২২, ১০ নভেম্বর ২০১৯

ময়মনসিংহে ম্যাজিক বাউলিয়ানার অডিশন

সংস্কৃতি ডেস্ক ॥ সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে আবার শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৯’ তৃতীয় আসর। এ আয়োজনে অংশ হিসেবে গত ৮ নবেম্বর ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন অণিমা মুক্তি গোমেজ, আজাদ দেওয়ান মুক্তি, স্বপ্না রায়, খগেন্দ্রনাথ সরকার। ময়মনসিংহ থেকে অংশ নিয়েছেন সুনীল কর্মকার ও শাহাবুদ্দীন। তাল, সুর, লয়, উচ্চারণ ও গায়কী- এই পাঁচটি বিষয়ে বিচার করে বিচারকরা ম্যাজিক কার্ড প্রদান করেন তিনজন শিল্পীকে। এভাবে সারাদেশের মোট ২৪ প্রতিযোগী মূল রাউন্ডে অংশ নেবেন। তাদের মধ্যে থেকে মূল রাউন্ডে বিজয়ী তিন প্রতিযোগী দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সঙ্গে গাইবেন সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে। প্রসঙ্গত, বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়্যালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিল সান ফাউন্ডেশনের। তারই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা-২০১৯। বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর তৃতীয় আসরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সারাদেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। ম্যাজিক বাউলিয়ানার পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। রেডিও পার্টনার রেডিও দিন-রাত, ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ।
×