ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় স্বর্ণসহ চোরাচালানি আটক

প্রকাশিত: ০৯:১২, ১০ নভেম্বর ২০১৯

কুষ্টিয়ায় স্বর্ণসহ চোরাচালানি আটক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৯ নবেম্বর ॥ কুষ্টিয়ায় স্বর্ণ পাচারকারী দলের সক্রিয় এক সদস্যকে সাত স্বর্ণের বারসহ (৫শ’ গ্রাম স্বর্ণ) আটক করেছে বিজিবি। আটক ওই চোরাচালানির নাম তাওয়াবুর রহমান। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে মেহেরপুরগামী যাত্রীবাহী এসবি পরিবহনের একটি কোচে তল্লাশি চালিয়ে তাকে আটক এবং স্বর্ণ জব্দ করে কুষ্টিয়ার মিরপুর ৪৭ বর্ডারগার্ড (বিজিবি) ব্যাটালিয়নের টহল দল। আটক তাওয়াবুর মেহেপুর জেলার শুভরাজপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। বিজিবি সূত্র জানায়, ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি পরিবহনের ওই কোচে ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাচালানি দলের সক্রিয় এক সদস্য স্বর্ণ বহন করছে। এ সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টরের ২নং গেটের সামনে এসবি পরিবহনের ওই বাসটির গতিরোধ করে বিজিবি টহল দলের সদস্যরা। এ সময় কোচে তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ৭টি স্বর্ণের বারসহ (যার ওজন ৫শ’ গ্রাম) যাত্রী বেশে থাকা চোরাচালানি তাওয়াবুর রহমানকে আটক করে।
×